Monday 01 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে দেড় কোটি টাকার সোনার বারসহ দুই পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০০:১৬

যশোর: যশোরে প্রায় এক কেজি ওজনের ৮টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ৪৯ বিজিবি। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে কোতোয়ালী থানার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটক দুজনের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকা থেকে সোনার বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ এবং শাহাজাহানের ছেলে মাহিনুর রহমান।

বিজ্ঞাপন

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত সোনার ওজন ৯৭০ গ্রাম এবং এর বাজারমূল্য এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে আরও তিনটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩৩ হাজার ৫০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৪০ টাকা।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

আরো

সম্পর্কিত খবর