ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চীন সফর শেষে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে সফরে বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।’
চীন সফরকারী জামায়াত প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে এই প্রতিনিধি দল ১১ জুলাই চীন সফরে যান। সফরকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও উন্নয়ন এবং রাজনৈতিক-সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির নানা বিষয়ে আলোচনা করেন।