Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে: গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০১:১৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০১:৩৩

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে জুলাই শহিদদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। ’

১৫ জুলাই মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে দেশব্যাপী ছাত্র-জনতার গণআন্দোলনের সূত্রপাত হয়। এই আন্দোলনে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখেও লাখো মানুষ রাজপথে নেমে আসে।’

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ‘সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় ২ হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজারের বেশি মানুষকে আহত করে। এতে হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে। আমি শহিদদের রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের প্রতি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘এই গণআন্দোলনের ফসল হিসেবে ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। দেশের জনগণ মুক্ত-স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তৎপরতা চালাতে পারছে। এ সবই জুলাই গণআন্দোলনের ফসল।’

তিনি বলেন, ‘জুলাই শহিদরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে ঋণে আবদ্ধ করে গিয়েছেন। আমরা তাদের নিকট চির ঋণী। শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে জামায়াত একটি ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আগামীকাল ‘জুলাই শহিদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য জামায়াতের সব শাখা ও দেশবাসীর প্রতি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এসএস

ঋণ জুলাই পরিশোধ মিয়া গোলাম পরওয়ার রক্ত শহীদ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর