বরিশাল: রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে বরিশালে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নগরীর অমৃত লাল দে কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে ফজলুল হক অ্যাভিনিউ হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।