Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“অভিশপ্ত ‘নৌকা’ প্রতীক শিডিউলভুক্ত করে গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসি”

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০২:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০২:৩০

উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “অভিশপ্ত ‘নৌকা’ প্রতীককে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও প্রশ্ন তোলেন, “পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে জবাব চাই।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।

সারাবাংলা/জিএস/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর