এমন অদ্ভুত ফুটবল ম্যাচ হয়তো খুব কমই দেখেছে ফুটবল বিশ্ব। মাঠের বাজে অবস্থার কারণে বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল ম্যাচটি শেষ করতে হয়েছে দুই মাঠে! অদ্ভুতুড়ে এই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলেও ক্ষুব্ধ বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচের পর বাটলার বলছেন, এমন মাঠে খেলা ফুটবলারদের জন্য ক্ষতিকর।
প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশ-ভুটান ম্যাচটি হয়েছে দুই মাঠে। বসুন্ধরা কিংস অ্যারেনায় হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা হয় সেই মাঠের লাগোয়া অনুশীলন গ্রাউন্ডে।
মাঠের এমন বাজে হাল নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বাটলার, ‘গল্পটা দুই হাফের তাইনা? প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ। নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো আমি প্রথমার্ধ শুরু করেছি এক মাঠে ও দ্বিতীয়ার্ধ শেষ করেছি আরেক মাঠে। আমি এখানে এসেছি খেলাটাকে এগিয়ে নিতে, এর মান বাড়াতে এবং সামনে এগিয়ে যাওয়ার ধারা গড়ে দিতে। এরকম মাঠে খেলা ক্ষতিকারক। এটা খেলোয়াড়দের জন্য বিপদজনকও বটে।’
খেলা শুরুর আগেই মাঠের দুরবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বাটলার, ‘খেলা শুরু হওয়ার আগে আমি রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের বলেছি, এই মাঠ খেলার অনুপযুক্ত। তবে সৌভাগ্যক্রমে ৩ ঘণ্টা পর তারা একটি বাস্তব সিদ্ধান্তে পৌঁছায়। খেলা আরেকটা মাঠে সরিয়ে নেওয়াটা ছিল কমনসেন্স। আমি আনন্দিত যে, আমরা খেলা শেষ করতে পেরেছি এবং দ্বিতীয়ার্ধে মোমেন্টাম তৈরি করে খুবই ভালো ফুটবল খেলেছি।’