Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পর ঢাকার বাতাস কিছুটা স্বস্তিদায়ক

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০৮:৫৫

ছবি: সারাবাংলা

ঢাকা: টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এখনও শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা ৪৪ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার এর তথ্যমতে, ঢাকার একিউআই স্কোর ছিল ১০৩, যা বায়ুদূষণের দিক থেকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১৫তম। টানা বৃষ্টির ফলে আগের তুলনায় স্কোর কিছুটা কমলেও, দূষণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক।

এই তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার একিউআই ১৭২। দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গোর কিনশাসা, যার একিউআই ১৭১, এরপর রয়েছে বাহরাইনের মানামা, কাতারের দোহা এবং ইরাকের বাগদাদ যাদের স্কোর যথাক্রমে ১৬৭, ১৫৭ ও ১৫৭।

বিজ্ঞাপন

একিউআই স্কোর অনুযায়ী-
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০+: বিপজ্জনক
ঢাকার স্কোর ১০৩ হওয়ায় শিশুবৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য এটি এখনো স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন, যানজট, শিল্পবর্জ্য এবং নির্মাণকাজের ধুলাবালি এই সব মিলিয়ে ঢাকার বায়ু অব্যাহতভাবে দূষিত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা শহরের আবহাওয়া ও মৌসুমি বৃষ্টিপাতকে অনিয়মিত করে তুলেছে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে ডাক্তার ও পরিবেশবিদরা পরামর্শ দিচ্ছেন:

  • রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন
  • শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাইরে বের হওয়া সীমিত করুন
  • ঘরের জানালা-দরজা বন্ধ রাখার চেষ্টা করুন
  • প্ল্যান্টার ও গাছ লাগিয়ে নিজ এলাকায় সবুজ বৃদ্ধি করুন

ঢাকার বায়ুমান উন্নত করতে শুধু প্রকৃতি নির্ভর না থেকে সুষ্ঠু নগরপরিকল্পনা, কঠোর পরিবেশ আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।

সারাবাংলা/এফএন/এনজে

ঢাকার বাতাস স্বস্তিদায়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর