Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০৯:৩০ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:৫২

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সারাবাংলা

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুরে ভিড় জমান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সকাল ৮টার পর থেকেই পরিবারের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। শুরুতেই রংপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এরপরে কবর জিয়ারত করেন।

বিজ্ঞাপন

এরপর একে একে শ্রদ্ধা জানাতে থাকেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও জুলাই আন্দোলনে আবু সাঈদের কাধে কাধ মিলিয়ে একসঙ্গে আন্দোলন করা সহযোদ্ধারা। সেখানে স্লোগানও দেয়া হয় আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত বিচারকাজ শেষ করার।

আবু সাইদের ভাই আবু হোসেন বলেন, সকাল থেকেই মানুষ এসে কবর জিয়ারত করছেন। বাড়িতে কোরআন খতম চলছে, এতিমখানায় খাবারের ব্যবস্থা করা হয়েছে।

শহিদ আবু সাঈদের সমাধিস্থল।

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ ও শোকর‌্যালি, ১০টায় বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাড়ে ১০টায় আলোচনা সভা, বিকেল সাড়ে ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।

জুলাই শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া আরও ২১ জন শহিদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দীন খান।

সারাবাংলা/এনজে

আবু সাঈদ জুলাই বিপ্লবের এক বছর মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর