Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ০৯:৪৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৯:৫৪

ফাইল ছবি।

ঢাকা: দেশের সাতটি জেলায় আজ (১৬ জুলাই) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। ঝুঁকিপূর্ণ এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, এই দুর্যোগপূর্ণ অবস্থার পেছনে মূলত বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত লঘুচাপ দায়ী, যা দেশের দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাত এবং ঝড়ো পরিস্থিতি তৈরি করছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের ছাউনি, নৌকা ও হালকা কাঠামোগত ঘরের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে

আশঙ্কা ঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর