Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিডফোর্ডে সোহাগ হত্যা: পটুয়াখালী থেকে আরেক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১১:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১১:৩৩

নিহত ব্যবসায়ী সোহাগ।

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই গ্রেফতার অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। তিনি বলেন, “ঢাকার ডিবি পুলিশের একটি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। তবে এই মুহূর্তে তার নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।”

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ইটবাড়িয়া থেকে গ্রেফতার হওয়া আসামিটি হত্যাকাণ্ডের সময় সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। বর্তমানে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর