নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর শাহাদাত হোসেন সজিব (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার বারগাও ইউনিয়নের কাশি পুর গ্রামের রুহুল আমিনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন সজিব ওই ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, গত সোমবার দুপুরে বাড়ির ছেলেদের সঙ্গে মারবেল খেলে সজিব। এরপর বিকালে থেকে নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন নিকট আত্মীয় স্বজনের কাছে খোঁজাখুজি করে। না পেয়ে গতকাল (মঙ্গলবার) রাতে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আজ (বুধবার) সকালে কাশিপুর গ্রামের পাশে রুহুল ড্রাইভারের পুকুরে সজিবের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, সজিব নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল মর্গে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের পর রনি নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।