কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি শর্ট গান, বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে পৃথক অভিযানে উপজেলার মহিষকুন্ডি ও পাকুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটক আসামিরা হলেন-দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ইউনিয়নের মৃত রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দার (৪৩) ও একই উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দার (২৫)।
আজ (বুধবার) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
এ সময় তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে হাবিলদার মো. কুদ্দুস ফকিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মহিষকুন্ডি ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মঞ্জিল সর্দারকে আটক করে। এ সময় তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে একটি শর্ট গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে মঞ্জিল সর্দারের দেওয়া তথ্য অনুযায়ী পাকুড়িয়া ছয় পরিবার গ্রামের তার ভাতিজা টুটুল সর্দারকে আটক করা হয়। এসময় তার বাড়িতে অভিযান পরিচালনা করে চাউলের ড্রামের ভেরত থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানান, দুই দিন পূর্বে ভারতীয় সীমান্তবর্তী জয়পুর থেকে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে তারা এই অস্ত্রসমূহ সংগ্রহ করে বলে জানিয়েছেন আটক মঞ্জিল সর্দার।
আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের, অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।