Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ মহিষ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১২:১৬

বাখের আলী সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পায়। চোরাকারবারীরা অত্যন্ত সংঘবদ্ধ থাকা অবস্থায়ই বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। সেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরকারবারীদের বেশি দূর ধাওয়া করতে পারেনি বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

বিজিবি মহিষ জব্দ সীমান্তে গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর