ঢাকা: মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
জানা গেছে, সোহাগ হত্যাকাণ্ডের রিজওয়ান সরাসরি জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাক পাথর নিক্ষেপ করতে দেখা যায়।