যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, দেশটির সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়েছে যার আওতায় ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের জ্বালানি, কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট বিমান কিনবে।
মঙ্গলবার (১৫ জুলাই) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, ‘এই চুক্তির আওতায় ইন্দোনেশিয়া ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনবে।’
তিনি আরও জানান, যারা উচ্চ শুল্ক এড়াতে পণ্য ট্রান্সশিপমেন্ট করেছে, তাদের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প দাবি করেন, এটি সব পক্ষের জন্যই একটি চমৎকার চুক্তি। যদিও ঘোষণার পর বোয়িং কোম্পানির শেয়ারের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে বর্তমানে ১৯ শতাংশ শুল্কের ঘোষণা দিলেও এই হারে কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কানাডা ও মেক্সিকোসহ ২০টির বেশি দেশের কাছে নতুন শুল্ক হারের চিঠি পাঠিয়েছে।