ঢাকা: হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা রাজনৈতিক দলের কিনা প্রশ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ব্যক্তি রাজনৈতিক দলের হতেই পারেন। কিন্তু সেটার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নাই।’
বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সোহাগ হত্যাকান্ড সুপরিকল্পিত কিনা এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার কোনো বিষয় নাই। সোহাগ ও হত্যাকারীদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ ছিল। চোরাই তার ক্রয় করে আসছিল ১৭ বছর ধরে সোহাগ। ৫ আগস্টের পর আরেকটি গ্রুপ এই ব্যবসা শুরু করলে দ্বন্দ শুরু হয়। এ নিয়েই তাদের মধ্যে ঝামেলা শুরু। তারা পূর্ব পরিচিত ছিল।’
তিনি বলেন, ‘সোহাগ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করে। সে সময় পুলিশ মহিন ও রবিন নামের দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।’
এর আগে, গত ৯ জুলাই মিটফোর্ডের ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। ঘটনার দুইদিন পর এই হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এটি নিয়ে শর দেশে আলোচনা সমালোচনা শুরু হয়।
এরপর সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ১৫-২০ জনকে।