ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে সাহারা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) পুলিশ সদস্য আ. মালেক ও রেলওয়ের কর্মচারী মো. নাহিদ জানান, ওই নারী স্টেশন এলাকায় থাকতেন। সকালে ২ নম্বর প্লাটফর্মে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পা কাটা পড়েন। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর ছেলে বিকচান জানান, তাদের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মেদিপাথরকাটা গ্রামে। বর্তমানে মা ও এক ছেলে শিশুকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন তিনি। সেখানে তারা ভিক্ষাবৃত্তি করতেন। সকালে লোক মারফত জানতে পারেন তার মা স্টেশনে ট্রেনে কাটা পড়েছে। পরে হাসপাতালে এসে মায়ের মরদেহ দেখতে পায়।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।