পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং সাংবাদিক রেহাম খান মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল পাকিস্তান রিপাবলিক পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। দলটি মূলত নারী, কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন তিনি।
রেহাম খান বলেন, ‘আজ আমি আমার দলের নাম ঘোষণা করছি- ইনশাআল্লাহ, পাকিস্তান রিপাবলিক পার্টি একটি প্রজাতান্ত্রিক কাঠামোর কথা বলবে, যেখানে জনতার উন্মত্ত আচরণের কোনও স্থান থাকবে না, যেখানে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মানুষেরা প্রতিনিধিত্ব পাবে।’
রেহাম প্রতিশ্রুতি দেন, দলটি আইনি সংস্কারের মাধ্যমে নারী ও কৃষকদের জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করবে। একইসঙ্গে তিনি জনগণের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণে গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রেহাম খান লেখেন, ‘এই দল জনগণের জন্য। দলীয় গঠনতন্ত্র, কর্মপন্থা এবং ভবিষ্যতের দিকনির্দেশনায় জনগণকে অংশগ্রহণ করানো হবে।’
তিনি আরও জানান, এরইমধ্যে দেশের নানা প্রান্তে অসাধারণ কাজ করে যাওয়া অনেক নতুন মুখের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, যাদের নাম হয়তো কেউ শোনেনি, কিন্তু তারাই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে।
২০১৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে করে প্রথমবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন রেহাম খান। বিয়ের কিছুদিনের মধ্যেই দলীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়ে পিটিআই-এর শীর্ষ নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে একই বছরের শেষদিকে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। রেহাম পরে দাবি করেন, রাজনৈতিক চাপই তাদের দাম্পত্য বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।