Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের কোর্ট পয়েন্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৪:১০ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৪:৩৪

প্রতীকী ছবি

সিলেট: সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকার মধুবন মার্কেটের পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক সারাবাংলাকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মরদেহটি কোনো ভবঘুরে নাকি পথচারীর তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর