লর্ডসে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে ভারতকে হারিয়েছিলেন তারা। শেষ দিনে পাওয়া ২২ রানের সেই অবিশ্বাস্য জয়ের রেশ না কাটতেই দুঃসংবাদ পেলেন বেন স্টোকসরা। স্লো ওভারে রেটের কারণে লর্ডস টেস্ট জিতেও জরিমানা গুণতে হচ্ছে ইংল্যান্ডকে, কাটা যাচ্ছে মহামূল্যবান পয়েন্টও।
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে নিজেদের ওভার শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছে ইংলিশ বোলাররা। আর এতেই আইসিসির আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী জরিমানার মুখে পড়েছে ইংল্যান্ড। ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার দেরি করাতে এক পয়েন্ট করে কাটা যাবে ফিল্ডিং করা দলটির।
ইংল্যান্ড দেরি করেছে মোট দুই ওভার। তাদের তাই কাটা যাচ্ছে দুই পয়েন্ট। একই সঙ্গে ইংল্যান্ড দলের সবার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংলিশ অধিনায়ক স্টোকসও নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
এই শাস্তির ফলে ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ২৪ থেকে কমে ২২ এ নেমে গেছে। পয়েন্টের শতাংশও ৬৬.৬৭ শতাংশ থেকে নেমে এসেছে ৬১.১১ এ।
পয়েন্ট কাটা যাওয়ার আগে ইংল্যান্ড ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২য় স্থানে। তবে এখন তারা নেমে গেছেন ৩য় স্থানে। ১০০ শতাংশ জয় নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া, ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলংকা।