Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর ঘাষ কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৫:০০

প্রতীকী ছবি

বাগেরহাট: জেলার ফকিরহাটে মেশিনে গরুর ঘাষ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মূলঘরের সৈয়দমহল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাতিয়াবাড়িয়া গ্রামের মকসুদ শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সৈয়দ মহল্লা নিবাসী শেখ কামরুল ইসলাম জুয়েলের গরুর ফার্মে কাজ করে আসছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিমুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ফার্মে মেশিনে গরুর ঘাষ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিমুল জানান, হাবিবুর রহমানকে হাসপাতালের আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর