ঢাকা: তারল্য সরবরাহ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (১৬ জুলাই) থেকে এটি কার্যকর হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, মুদ্রানীতি কাঠামোর ‘ইন্টারেস্ট রেট করিডোর’ এর আওতায় আন্ত:ব্যাংক মুদ্রাবাজার (কল মানি মার্কেট) কার্যক্রম আরও গতিশীলকরণ এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা ‘স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) শতকরা ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ পুনঃনির্ধারণ করা হলো।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতি সুদহার কমানোর ফলে তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে টাকা ধার করবে, তার সুদহার কমবে।
সার্কুলারে বলা হয়, তবে নীতি সুদহার করিডোরের উর্ধ্বসীমা ‘স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি’ (এসএলএফ) এর বিদ্যমান সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত থাকবে।