রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন শহিদ পরিবারের সদস্যরা।
বুধবার (১৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় রংপুরের ২২ জন শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।
এই নরকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে শহিদ পরিবারের সদস্যরা বলেন, ‘এক বছরের মত সময় অলরেডি অতিক্রম করেছে কিন্তু বিচার কার্যক্রমের চোখে পড়েনি। অতি দ্রুততম সময়ের মধ্যেই যারা দোষী তাদেরকে যেন গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়।’
এ কথা শুনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশ্বাস দিয়ে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই জনগণ শহিদ আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের বিচার দেখবে।
এরপর বেশ কয়েকজন পরিবারের সদস্য অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে শহিদ পরিবারকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, খোঁজখবর নেওয়ার কথা ছিল তার কিঞ্চিত পরিমাণও সুযোগ-সুবিধা পান না তারা। এজন্য সরকারের আশু দৃষ্টি কামনা করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ পরিবারের ২২ জনকে সম্মাননা স্মারক তুলে দেন উপস্থিত চার উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।