Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদদের সঙ্গে বেইমানি নয়: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৫:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শ্রদ্ধা জানান।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, “আজ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি। পাশাপাশি, তার সঙ্গে যারা বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে গিয়ে শহিদ হয়েছেন, তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”

তিনি আরও লিখেছেন, “তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায় বুঝে নেয়।”

বিজ্ঞাপন

গত বছরের এই দিনে, ১৬ জুলাই ২০২৪, রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান ছাত্র নেতা আবু সাঈদ। তার মৃত্যু বাংলাদেশের ছাত্র-রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে এবং পরবর্তী রাজনৈতিক আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রংপুরে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি শোক র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ, শোকযাত্রা ও আলোচনা সভা হয়। পরে ‘আবু সাঈদ তোরণ’ এবং ‘আবু সাঈদ মিউজিয়াম’এর উদ্বোধন করা হয়।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর