ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেছেন, “১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের জাতীয় সমাবেশ এক বিশাল জনসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।”
বুধবার (১৬ জুলাই) দুপুরে, রাজধানীর কারওয়ান বাজারে হাতিরঝিল থানা জামায়াত আয়োজিত গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।
রেজাউল করিম বলেন, “এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তোলা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং রাজনৈতিক মাঠে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের নামে যারা খুন, গুম ও সন্ত্রাস চালিয়েছে, তাদের বিচার করতে হবে। শেখ হাসিনাসহ সব ফ্যাসিস্টের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকারও নিশ্চিত করতে হবে।”
জামায়াত নেতা জানান, এই সমাবেশ হবে ‘ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ’ গড়ার সূচনাবিন্দু। তিনি বলেন, “আমরা এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ অর্জন করেছি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের যে চেতনা, তা বাস্তবায়ন করতেই আমরা মাঠে নেমেছি।”
জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে তিনি জানান, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এই সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ‘আগামী বাংলাদেশের রূপরেখা’ তুলে ধরবেন।
পথসভায় আরও বক্তব্য দেন আতাউর রহমান সরকার, ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ফরিদ আহমেদ রুবেল, আবুল হাসেম মুন্সী, আব্দুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।