Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঁচে ফিরলে, মুজিববাদের কবর রচনা করেই ফিরব: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৬:১৯

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: গোপালগঞ্জে প্রবেশের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার দুপুরে গোপালগঞ্জ সীমান্ত অতিক্রম করার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ অভিযোগ করেন।

সারজিস লিখেছেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।”

তিনি আরও লিখেছেন, “আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।”

দেশবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে লিখেন, “সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র-জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনার আজকেই শেষ দিন।”

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি’র নেতাকর্মীরা দাবি করেছেন, তারা একটি শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন, সেখানে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি গোপালগঞ্জে হামলা সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর