Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৬:৪১

লোহাগড়া থানা, নড়াইল। ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে জাহাঙ্গীর শেখ নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া নিহতের ছেলে নাহিদ শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সঙ্গে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দুপক্ষের মধ্যে সালিশের মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সিমানা নির্ধারণের জন্য বাঁধ) কাটছিলেন।

বিজ্ঞাপন

এ সময় মান্দার শেখ ও তার ছেলেরাসহ পক্ষীয় লোক জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীর ও নাহিদ শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থায় আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত আছে। এ ছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা কৃষক খুন নড়াইল হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর