Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৭:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে। তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে। আজকে আবারও বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতব। এর জবাব আমরা দেব। যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যদি আজ বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।’

গোপালগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘গোপালগঞ্জ নামে সাম্যের বাংলাদেশের কোনো বৈষম্য চলবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কুলষিত করেছে, গোপালগঞ্জকে কুলষিত করেছে। এই গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব।’

নাহিদ বলেন, ‘মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে ঘোষণা দিই, সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা সময় দিয়ে যাচ্ছি, আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহাসে বাধা দিয়েছে, এখনো মুজিববাদীরা কি করে এই গোপালগঞ্জ আশ্রিত, কারা আশ্রয় দিয়েছে তার বিচার দ্রুত করতে হবে। যদি না হয় আমরা আবারও আসব, নিজ হাতে মুজিববাদীদের কাছ থেকে এই গোপালগঞ্জকে মুক্ত করব।’

জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জবাসীর সঙ্গে থাকবে জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিববাদের কবর রচনা করে, ৭২ এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটা আপনাদের কাছে আজ আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাঈদ, ওয়াসিমসহ আমাদের ছয়জন শহিদ হয়েছিলন। সেই শহিদদের রক্তের শপথ, মুজিববাদীদের আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেব না।’

সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে এদিন গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তাদের আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সারাবাংলা/জিএস/পিটিএম

আহ্বায়ক এনসিপি টপ নিউজ নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর