ঢাকা: অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় আটকৃত বাংলাদেশি নাগরিকদের আইনি সহায়তা দেয়ার কথা ভাবছে সরকার। মালয়েশিয়া সরকার আটককৃতদের কনস্যুলার সুবিধা দিয়েছে। আমাদের হাইকমিশন আটকদের সাথে কথা বলেছে। তবে মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সাথে জড়িত সন্দেহে আরও কিছু বাংলাদেশি নাগরিক আটক হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (১৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমীতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফী ও গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সরকার জানিয়েছে, সারাদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে। দেশটি আমাদের কাছে আরও কিছু তথ্য সরবরাহ করেছে। সেখানে তারা জানিয়েছে, আরও কিছু বাংলাদেশীর সন্ত্রাসবাদে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ তাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, যদি কোন বাংলাদেশি সন্ত্রাসীবাদের সাথে জড়িত থাকে তাহলে ওইখানের প্রচলিত আইন অনুযায়ী ৫ থেকে ৭ বছরের জেল হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে জঙ্গির সন্দেহে আটক বাংলাদেশীদের তদন্তে বাংলাদেশ ও মালয়েশিয়া এক সাথে কাজ করার বিষয় আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ৩৬ জনের মধ্যে ৫ জনের বিস্তারিত তদন্ত চলছে। বাকিদের বিরুদ্ধে কোন কিছু অভিযোগ নেই। বাংলাদেশ বলেছে, তাদের বিরুদ্ধে সব কিছু আমাদের জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশও খুবই সচেতন। আমরাও আমাদের মতো করে তদন্ত করবো। এছাড়া মালয়েশিয়াকে বলা হয়েছে, যদি আটক কোন বাংলাদেশিকে দেশে পাঠান, তবে আমাদের জানান।