Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েবসাইট থেকে সরানো হলেও বিধিমালায় থাকবে নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৭:৪৩

নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বক্তব্য দিচ্ছেন।

ঢাকা: ‎নিবন্ধন স্থগিত হওয়ায় নিজস্ব ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা নির্বাচন কমিশন (ইসি) সরিয়ে নিলেও নির্বাচন বিধিমালায় সংরক্ষিত থাকবে৷

‎বুধবার (১৫ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

‎তিনি জানান, বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে নৌকা প্রতীক থাকবে। এটা আর কোনো ব্যবহার করতে পারবে না।

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতীক হিসেবে নৌকা রাখায় ইসির সমালোচনা করে স্ট্যাটাস দেন। আর এই স্ট্যাটাস দেওয়ার কারণেই কি ইসির এমন সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

‎অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, জামায়াতে ইসলামী প্রতীকসহ নিবন্ধন ফেরত পেয়েছে। এতে যে প্রজ্ঞাপন হয়েছে তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।

‎অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাপলা প্রতীক তফসিলে যোগ হয়নি। এ নিয়ে কমিশন সিদ্ধান্ত যদি নেয় তাহলে নেবে। আমি এ বিষয়ে জানি না।’

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন কমিশন (ইসি) নৌকা প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর