ঢাকা: ‘বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ তৃতীয় দফায় আরও ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় মোট ২১ জনকে বরখাস্ত করা হলো।
মঙ্গলবার (১৫ জুলাই) এ-সংক্রান্ত পৃথক পৃথক আদেশে সই করেন এনবিআর এর দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমী।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সারাবাংলাকে বরখাস্তের আদেশের বিষয়টি নিশ্চিত করেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা।
এর আগে একই ঘটনায় মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ও সন্ধ্যায় দুই দফায় মোট ১৪ জন কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
তৃতীয় দফায় বরখাস্তকৃত ৭ জন হলেন- কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান।