ঢাকা: গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় মশাল মিছিলের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।
জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন একাধিক নেতাকর্মী। দলটির দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে।
ঘটনার পর নিরাপত্তা হুমকির মুখে এনসিপির নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ুম, সারজিস হোসেনসহ অনেকে বিকাল ৩টার দিকে আশ্রয় নেন গোপালগঞ্জ সার্কিট হাউজে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। তারপরও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আমরা এখন কার্যত অবরুদ্ধ।”
এনসিপির কার্যালয়ের সামনেও অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গোপালগঞ্জে এরইমধ্যে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত।