Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৭:৪৩

রাজবাড়ীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বৃহস্পতিবার

রাজবাড়ী: ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অংশ হিসাবে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রা ও সমাবেশ উপলক্ষ্যে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, পোস্টার ও গেইট বানানো হয়েছে। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে এনসিপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, রাজবাড়ীর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিকেল ৩ টায় পথসভা অনুষ্ঠিত হবে। পদযাত্রার নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, নাসিরউদ্দিনের পাটোয়ারসহ কেন্দ্রীয় সকল নেতারা থাকবেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৭ জুলাই রাজবাড়ী জেলায় পদযাত্রায় আসছে নেতাকর্মীরা। আমরা রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পরাজিত করার জন্য বাংলার ছাত্র-জনতা যেভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই উদ্যম, তাদের সেই ত্যাগ, তাদের সেই অংশগ্রহণই আমাদের চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ‘

তিনি আরও বলেন, ‘আমাদের বলতে দ্বিধা নেই যে এই বিপ্লবের দল মত নির্বিশেষে ধর্ম, বর্ণ, সংস্কৃতি, কৃষক, শ্রমিক, রিকশা, ভ্যানচালক এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ও অংশগ্রহণ ছিল। পুরো দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দুর্বার দেয়াল গড়ে তুলেছিল আমাদের রাজবাড়ীর সাহসী জুলাই যোদ্ধারা। বিজয় অর্জনের পর অনেক জুলাই যোদ্ধারা রাজনৈতিক মতাদর্শের কারণে দলছুট হলেও দেশের অস্তিত্বের প্রশ্নে এই বিপ্লবীরা এক এবং অভিন্ন। আর যেই বীরদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ নির্মলের লড়ায়ে নেমেছিলাম তাদের আগমন উপলক্ষ্যে বিপ্লবী স্বাগতম জানাতে আমরা আবারও এক ও অভিন্ন হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্বপ্নের বাংলাদেশকে জনতার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশ গড়ার এই নতুন উদ্যোগে আমরা রাজবাড়ীবাসী স্বতঃস্পূর্ত অংশগ্রহণ চাই।’

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়তো নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই আমরা আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে। আমরা কোনো ধরনের হুমকিতে ভীত নই।’

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর এনসিপির সদস্য অ্যাড. নাজমুল হক, আল আজম, ইঞ্জি. গাজী জাহিদ হাসান, পলাশ খান আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্যসচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সদস্যসচিব মো. সাঈদুজ্জামান সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

এনসিপি জুলাই পদযাত্রা রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর