Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি অধ্যাপক কামরুল হাসান মামুনকে শিবিরের আইনি নোটিশ

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৭:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে ধারালো অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট করলে তাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

অধ্যাপক মামুনের পোস্টটিকে ‘মিথ্যাচার ও মানহানিকর’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ জুলাই) শিবিরের পক্ষে দলটির আইন সম্পাদক আরমান হোসেন এ আইনি নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, নোটিশ গ্রহীতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রশিবির সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মত আদর্শিক সংগঠনের যথেষ্ট মানহানি ঘটিয়েছেন যা দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০০ অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ।

নোটিশে আগামী তিন দিনের মধ্যে অধ্যাপক কামরুল হাসান মামুনের দেওয়া পোস্টটি প্রত্যাহার করে ছাত্রশিবির ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এমনটি না করলে আইনি নোটিশ গ্রহীতার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১০০ কোটি টাকার মানহানি মামলাসহ বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও জানানো হয়।

অধ্যাপক কামরুল হাসান মামুন তার দেওয়া পোস্টে অভিযোগ করে লিখেছিন, ‘ধর্মের নামে রাজনীতি করা শিবিরের ছেলেরা কুয়েটের বহিষ্কৃত, অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবদল নেতাকে প্রথমে গুলি করে এবং পরে পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করেছে। ৮০-৯০ দশকে শিবিরের হলমার্ক ছিল রগ কাটা।’

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘যা কিছু ঘটছে, সবই হলো নির্বাচনের পরে কী হবে তার প্রিকরসর বা নির্বাচন-পরবর্তী বাংলাদেশের ট্রেইলার।’

সারাবাংলা/কেকে/এইচআই

আইন নোটিশ কামরুল হাসান মামুন ছাত্রশিবির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর