ঢাকা: গোপালগঞ্জে এনসিপির চলমান রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এনসিপি আগে থেকেই প্রশাসনের সঙ্গে স্বাভাবিক নিয়মে আলোচনা করে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছে, যা তাদের সাংবিধানিক অধিকার।’
তিনি অভিযোগ করেন, ‘বর্তমানে মাঠে কার্যত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই।’ এই পরিস্থিতিকে তিনি গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান।
তার ভাষায়, ‘অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ইতিহাসের দায়ভার সরকারের ওপরই বর্তাবে।’
ডা. শফিক শান্তিপ্রিয় জনগণকে উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।