আজ ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’। ঠিক এক বছর আগে এদিন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ অন্যান্য জুলাই যোদ্ধারা।
শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশব্যাপী পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। নানান কর্মসূচিতে মুখর ছিল দিনটি।
রংপুর:
শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহিদ আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব সুজনসহ জেলা বিএনপি ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
স্মরণিকা প্রকাশ ও কর্নার উদ্বোধন: বিশেষ মোনাজাত
আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই শহিদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্মরণিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে আলোচনা সভার শেষে উপদেষ্টা মন্ডলী শহীদ পরিবারের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় স্মরণিকা প্রকাশ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ‘শহিদ আবু সাঈদ কর্ণার’ খোলা হয়েছে। শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন কর্ণারের উদ্বোধন করেন।
কুষ্টিয়া:
কুষ্টিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই বিপ্লবে শহিদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-জনতা প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন।
টাঙ্গাইল:
জুলাই শহিদ দিবস-২০২৫ উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়, যেখানে বাংলার মাটি আবারও সাক্ষী হয়েছিল তরুণ শিক্ষার্থী ও জনগণের অনমনীয় প্রতিরোধ ও আত্মত্যাগের।’
তিনি বলেন, ‘শিক্ষাঙ্গণ সবসময়ই ছিল প্রতিবাদ-প্রতিরোধ আর মুক্ত চিন্তার উৎসভূমি। আমাদের তরুণরাই বারবার প্রমাণ করেছে, অন্যায়ের কাছে মাথা নত নয় — বরং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়াই তাদের চেতনা।’
যশোর:
সারাদেশের সঙ্গে যশোরেও প্রথমবারের মতো জুলাই দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দীকি, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, লেখক, গবেষক বেনজীন খানসহ শহীদ জাবেরের পিতা, শহীদ তৌহিদের পিতা, এনসিপি প্রতিনিধি, আহত দুই জুলাই যোদ্ধা প্রমুখ।
শহিদ পরিবারের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ:
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শন, র্যালি, আলোচনা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূইয়া।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত তিন শহিদ পরিবারকে সম্মাননা দেওয়া হয়।