Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করায় এনবিআরের দ্বিতীয় সচিব বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৮:৩২

এনবিআরের দ্বিতীয় সচিব (উপ কমিশনার) মুকিতুল হাসান – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: রাষ্ট্রের গোপন দলিল প্রকাশ করায় দ্বিতীয় সচিব (উপ কমিশনার) মুকিতুল হাসান (৩০০২৫৫)-কে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবদুর রহমান খান।

আদেশে বলা হয়েছে, ‘যেহেতু রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশপূর্বক চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ করায় জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (উপ কমিশনার) মুকিতুল হাসান (৩০০২৫৫)-এর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; সেহেতু ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জানা যায়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য তালিকায় মুকিতুল হাসান এর নাম রয়েছে। তবে আন্দোলনে সম্পৃক্ততার কারণে তাকে বরখাস্ত করা হয়নি।

সূত্র মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের ট্যারিফ নিয়ে আলোচনার একটি গোপন নথি ধরে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করেন একজন সাংবাদিক। এর জের ধরে এনবিআর চেয়ারম্যানের কক্ষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন সাংবাদিককে ওই নথি দেওয়ার কথা স্বীকার করেন মুকিতুল হাসান। তবে যিনি প্রতিবেদন প্রকাশ করেছেন, ওই ব্যক্তিকে কোন নথি দেননি- বলে দাবি করেন তিনি।

সারাবাংলা/ইএইচটি/আরএস

এনবিআর দ্বিতীয় সচিব মুকিতুল হাসান বরখাস্ত