Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সীমান্তে ফের ৫৩ জনকে ‘পুশইন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৮:৩৮

পুশইন হয়ে আসাদের আটক করেছে বিজিবি।

সিলেট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট সীমান্ত দিয়ে ফের ৫৩ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। বুধবার (১৬ জুলাই) ভোরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ ছাতকের নোয়াকোট, কোম্পানিগঞ্জের কালাইরাগ এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির সীমান্ত দিয়ে চারটি পৃথক দলে তাদেরকে পুশইন করা হয়।

আটকদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন এবং শিশু ১০ জন রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বেশিরভাগই নড়াইল, যশোর এবং সাতক্ষীরা জেলার।

বিজিবির টহল দল সীমান্তবর্তী ওই এলাকা থেকে পুশইনকৃত ৫৩ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়েছিল।

বিজ্ঞাপন

আটক ৫৩ জনের মধ্যে সিলেট জেলার কালাইরাগ ও শ্রীপুর বিওপি এলাকা দিয়ে ৩২ জনকে এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপি এলাকার ছনবাড়ী সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক সারাবাংলাকে জানান, আটকদের মধ্যে নড়াইলের ২৩ জন, সাতক্ষীরার ১০ জন, যশোরের ১০ জন, সিলেটের ৪ জন, বরিশালের ২ জন এবং কুষ্টিয়া, খুলনা, হবিগঞ্জ ও নরসিংদীর ১ জন করে রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এইচআই

পুশইন বিএসএফ বিজিবি সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর