Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে কারফিউ জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০০:০৪

গোপালগঞ্জে কারফিউ ঘোষণা। ছবি: সংগৃহীত

ঢাকা: গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপি নেতারা বের হলে তাদের ঘিরে আবার হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের ওপর হামলার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

কারফিউ গোপালগঞ্জ ঘোষণা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর