Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৮:৫৭

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মর্জিনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারুফা বেগম (২৫) নামে অপরজন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত পনির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, গৃহস্থালির কাজ করতে গিয়ে মর্জিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তারই ভাবি মারুফা বেগমও আহত হন। এ ঘটনায় মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন ও মারুফা বেগম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বিদ্যুৎস্পৃষ্টে ননদ নিহত-ভাবির আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

নারী নিহত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর