Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ— গোপালগঞ্জের পরিণতি হবে ৩২ নম্বরের মতো

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৯:২৪

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। তবে সড়কে যানবাহন চলাচলে তারা কোনো বাধা দেননি। সমাবেশ থেকে গোপালগঞ্জের পরিণতি ধানমণ্ডির ৩২ নম্বরের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর দুই নম্বর গেট মোড়ে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। এক পর্যায়ে জমায়েত বড় হতে থাকে। এনসিপির কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও।

বিজ্ঞাপন

এ সময় ‘মুজিববাদ-মুর্দাবাদ, মুজিববাদের ঠিকানা-এই বাংলায় হবে না, সারা বাংলায় খবর দে-মুজিববাদের কবর দে’– এমন আরও নানা স্লোগানে প্রতিবাদমুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ। ছবি: সারাবাংলা

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ। ছবি: সারাবাংলা

বিক্ষোভে অংশ নেওয়া গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ যে ধৃষ্টতা দেখিয়েছে, আমাদের সহযোদ্ধাদের ওপর গোপালগঞ্জে হামলা করেছে, এর পরিণাম খুব ভয়াবহ হবে। আমরা দেখেছি, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ধানমণ্ডির ৩২ নম্বরের মতোই গোপালগঞ্জের অবস্থা হবে।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী সাংবাদিকদের বলেন, ‘গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটা এনসিপির নেতাকর্মীদের ওপর নয়, জুলাই যোদ্ধাদের ওপর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। ইন্টেরিম পুরোপুরি ব্যর্থ এটা প্রমাণ হয়েছে। তারা খুনিদের বিচার না করার কারণে আজ আওয়ামী স্বৈরাচারের দোসররা, আওয়ামী স্বৈরাচারের রেখে যাওয়া বাচ্চারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করছে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ। ছবি: সারাবাংলা

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ। ছবি: সারাবাংলা

কর্মসূচিতে আরও উপস্থিত আছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা, গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ।

দুই নম্বর গেইট এলাকায় অবস্থান নেওয়ার আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন।

এর আগে, আজ (বুধবার) দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার মুখে নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। হামলাকারীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

গোপালগঞ্জ টপ নিউজ ধানমন্ডি ৩২ পরিণতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর