Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত ক্ষোভ থেকে মা ও ২ সন্তানকে হত্যা করে দেবর: পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৯:৫০

অভিযুক্ত নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত নজরুল ব্যক্তিগত ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ‌ আল মামুন এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে নজরুলকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ‌ আল মামুন জানান, নজরুল আগের একটি হত্যা মামলায় অভিযুক্ত। সেই মামলায় জামিন নিয়ে তিনি ভালুকায় ভাই রফিকের ভাড়া বাসায় থাকত। এ নিয়ে ভাবি ময়না আক্তার বিভিন্ন সময় আবার জেলে পাঠিয়ে দিবে বলে হুমকি দিত এবং মারধর করত। এই ক্ষোভে নজরুল সোমবার রাতে দা দিয়ে ভাবি ময়নাকে জবাই করে হত্যা করে। এ সময় ভাইয়ের দুই শিশু সন্তান রাইসা ও নীরব জেগে গেলে তাদের কেউও হত্যা করে নজরুল। পরে ভোরে সেখান থেকে গাজীপুর চলে যান। সেখানেই তাকে গেফতার করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা খুন ভাবিকে খুন ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর