গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বুধবার (১৬ জুলাই) সারাদেশে বিক্ষোভ-অবরোধ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।
তাদের দাবি, গোপালগঞ্জে আওয়ামী দোসররা এনসিপির নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই যোদ্ধাদের ওপর অতর্কিত হামলা কোনভাবেই মেনে নেয়া হবে না। তাই সারাদেশে ব্লকেড চলবে।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—
রাজবাড়ী: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর নেতাকর্মীরা।

এনসিপির বহরে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ অন্যান্য সংগঠন যৌথভাবে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে এনসিপির কর্মীরা। ছবি: সংগৃহীত
টাঙ্গাইল: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জেলার এনসিপির কর্মী ও সমর্থকরা।
বিকেল ৬ টায় ঢাকা-টাঙ্গাইল মহাড়কের আশেকপুর বাইপাস এলাকায় গিয়ে উত্তরবঙ্গগামী লেনে অবস্থান নেয় এবং ব্লকেড কর্মসূচি পালন করে তারা। মহাসড়কে ২০ মিনিট ব্লকেড কর্মসূচি শেষে তারা চলে যায়। এ সময় মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের দীর্ঘ যানজটে সৃষ্টি হয়।

সিলেট -ঢাকা মহাসড়ক অবরোধ করে এনসিপির ব্লকেড
সিলেট: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সিলেটে ব্লকেড কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করে সাড়ে ৫টায় মিছিল সহকারে চন্ডিপুলের দিকে যাত্রা করেনে এনসিপির নেতাকর্মীরা।

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
নোয়াখালী: গোপালগঞ্জে পূর্ব নির্ধারিত এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহর মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাইজদী-চৌমুহনী প্রধান সড়কে এ কর্মসূচি পালন করে।
এ সময় ব্লকেড কর্মসূচিতে নেতৃত্ব দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, সিনিয়র মুখ্য সংগঠক নাহিদা সুলতানা, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য তুহিন ইমরানসহ অনেকে।

ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টায়ার জালিয়ে সড়ক অবরোধ।
ফরিদপুর: জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতৃবৃন্দের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এসময় যশোর- খুলনা-ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা হাইওয়ে শত শত দর পাল্লার যানবাহন আটকা পড়ে।
কুষ্টিয়া: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাকর্মীরা। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার খুলনা মোড়ে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি
সাতক্ষীরা: গোপালগঞ্জে জুলাই আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা খুলনা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভের কারণে খুলনা মোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল
পঞ্চগড়: গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধাদের আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

মহাসড়ক ‘ব্লকেড’ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইবি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক ‘ব্লকেড’ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান তারা। পরে বিকাল সোয়া ৬ টার দিকে ব্লকেড ছেড়ে দেন শিক্ষার্থীরা।