Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫তম হত্যাবার্ষিকী আজ
সাংবাদিক শামছুর রহমানের হত্যাকারীরা আজও অন্ধকারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২০:০৬

সাংবাদিক শামছুর রহমান কেবল

যশোর: যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবলের হত্যাকারীরা আড়াই দশকেও চিহ্নিত হয়নি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী পালন করেছে সাংবাদিক নেতারা ও স্বজনেরা।

বুধবার (১৬ জুলাই) সকালে কালো ব্যাজ ধারণ ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

পরে প্রেসক্লাবে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা করে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা।

উল্লেখ্য, প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন। আলোচিত ও লোমহর্ষক এ হত্যাকাণ্ডের পর প্রথম পাঁচ বছর মামলার কার্যক্রম চললেও গত ২০ বছর ধরে তা মুখ থুবড়ে পড়ে আছে। আইনের মারপ্যাঁচে মামলাটি উচ্চ আদালতে আটকে আছে। উচ্চ আদালতের এই জট ছাড়াতে বারবার সরকারের উচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল মেলেনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

২৫তম হত্যাবার্ষিকী যশোর সাংবাদিক শামছুর রহমান কেবল