Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ দিনের মধ্যে এলআর গ্লোবালের ফান্ড ফেরতের নির্দেশ বিএসইসির

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২০:৫০

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি: সংগৃহীত

ঢাকা: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের ছয় ফান্ডের ৪৯ কোটি টাকা সুদসহ ৩০ দিনের মধ্যে ফেরতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে জড়িত ব্যক্তিদের ৬০ কোটি টাকা জরিমানা করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৩ তম কমিশন সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৬ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে চার কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে চার কোটি টাকা, প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে এক কোটি টাকা এবং এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে এক কোটি টাকা জরিমানা করা হবে।

বিজ্ঞাপন

এছাড়াও, ফান্ডগুলো হতে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ হওয়ায় ফান্ডগুলোর যে ক্ষতি হয়েছে তাতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। ফলে ওই ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভূমিকা ও দায়-দায়িত্ব নিরূপণের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

শেয়ারবাজারের অ-তালিকাভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শেয়ারে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও বিনিয়োগ নিয়ে প্রশ্ন ওঠার পরে এলআর গ্লোবালের ওপর জরিমানা আরোপ করেছিল বিএসইসি।

জানা গেছে, বিএসইসি এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই বিষয় তদন্ত চলছিল। এর মধ্যেই বিএসইসি এলআর গ্লোবালের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিল।

এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে এ অর্থ ফান্ডগুলোতে ফেরত আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ফান্ডগুলোতে অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে জড়িত ব্যক্তিদের ৬০ কোটি টাকা জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

সারাবাংলা/একে/পিটিএম

এলআর গ্লোবাল নির্দেশ ফান্ড ফেরত বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর