ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী কবির হোসেনসহ সাংবাদিক মুন্নী সাহার ৩৩টি ব্যাংক হিসাবে থাকা ১৮ কোটি ১৬ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ইয়াছির আরাফাত।
দুদকের আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এমএস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান।
তাদের ৩৩ ব্যাংক হিসাবের মধ্য কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাবও রয়েছে। এসব ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। একইসঙ্গে বিদেশে পাচারের চেষ্টা চলছে। তাই এসব হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।