ঢাকা: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দিইনি।”
তিনি আরও বলেন, “আমার সহযোদ্ধাদের ওপর ন্যূনতম আঘাত এলেই পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে স্বাধীন করবে ইনশাআল্লাহ।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি গোপালগঞ্জে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সাদিক কায়েম পোস্টে দেশের পুলিশ ও যৌথবাহিনীর ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করে লেখেন, “পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়।”
তিনি দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি আর চুপ করে সহ্য করার নয়।