Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগপুষ্ট পুলিশ আমাদের শতভাগ সহায়তা করবে না: আসিফ নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:০১ | আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২২:০৪

নীলফামারী: আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে দলীয়করণ করে পুলিশ বাহিনীকে নিজেদের অনুকূলে গড়ে তুলেছে বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “এই পুলিশ আমাদের শতভাগ সহযোগিতা করবে না, সেটি আমাদের জানা।”

বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শেখ হাসিনা পুরো দেশকে একটি ধ্বংসস্তুপে পরিণত করে গেছেন। সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হচ্ছে। জনগণের সমালোচনা ও অভিযোগ আমাদের দায়িত্ব পালনে সচেতন করে। শুরু থেকেই আমরা বলে আসছি—আমরা মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেব।”

বিজ্ঞাপন

একই সময় সৈয়দপুরে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “ছোট হোক কিংবা বড়, যেকোনো ধরণের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এতে জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।”

তিনি আরও বলেন, “যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের গোয়েন্দা শাখা যদি ব্যর্থ হয়, সেটি কেন হলো, তাও খতিয়ে দেখা হবে।”

এসময় নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

আওয়ামী লীগ আসিফ নজরুল পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর