Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসাপ্রধানদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২৩:৫১

ঢাকা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। বুধবার (১৬ জুলাই) বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৪ জুলাই) রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম স্তরের মাদরাসাপ্রধানদের জানানো যাচ্ছে, আলিম শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় যোগ্যতা ও সক্ষমতা বর্তমান থাকলে তার উপযুক্ত প্রমাণাদিসহ (আলিম শ্রেণিতে পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপত্র, বর্তমান আসন সংখ্যা, বিজ্ঞান বিভাগ থাকলে তার অনুমতিপত্র) সংযুক্ত ছক অনুযায়ী ই-মেইল ঠিকানায় ([email protected]) তে হাতে হাতে রেজিস্ট্রারের দফতরে সভাপতির স্বাক্ষরপত্র ফাইল করে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি রয়েছে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে শিক্ষার্থী ভর্তি করাতে পারেনি, সেসব মাদরাসার প্রয়োজনীয় তথ্য উক্ত [email protected] মেইলে কিংবা হাতে হাতে রেজিস্ট্রারের দফতরে জমা দিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এনএল/এইচআই

মাদরাসা মাদরাসা শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর