Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টার মধ্যে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ গ্রেফতারের আলটিমেটাম বৈছাআ’র

ঢাবি করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ২২:২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলাকে ঘিরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গোপালগঞ্জে যা শুরু হয়েছে, সেখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দিল্লির চক্রান্তে একটি প্রক্সি স্টেট কায়েম করেছে।’

রিফাত আরও বলেন, ‘সেখানকার সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করছে স্বৈরাচারী হাসিনা এবং দিল্লির মসনদে বসে থাকা ওই লুটেরারা, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় ছিনিয়ে নিতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই প্রক্সি স্টেট খেলা আমরা হতে দিব না।’

বিজ্ঞাপন

এ সময় তিন দফা দাবি উত্থাপন করেন রিফাত রশিদ। তার দাবিগুলো হচ্ছে-

  • অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
  • আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।
  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

দাবিগুলো সরকার মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আমরা কাঠগড়ার বাইরে চাই না। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের যে চলমান ব্লকেড কর্মসূচি তা তুলে নিচ্ছি। অভিযান পরিচালনার ওপর আমরা কঠোর নজরদারি রাখব।’

তিনি আরও বলেন, ‘যদি যৌথ বাহিনী ব্যর্থ হয় তাহলে জুলাইয়ের ছাত্রজনতা এক বছর পর আবারও জুলাই মাঠে নেমে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করবে। সারা বাংলাদেশ জুলাইয়ের মত আবারও অচল করে দেওয়া হবে।’

সারাবাংলা/কেকে/এইচআই

আওয়ামী সন্ত্রাসী গ্রেফতা‌রের দাবি‌ বৈছাআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর